Header Ads Widget

বাবার হাবা

গ্রাম থেকে বাবা ও ছেলে ঢাকা শহর দেখতে এসেছিল। ঢাকায় বেড়াতে এসে গ্রামের সহজ সরল পিতা ও পুত্র পকেটমারের কবলে পড়ে দিশেহারা হয়ে যায়। পুত্র ক্ষুধায় কাতর অন্যদিকে পিতা পকেট মারের কাছে টাকা হারিয়ে বাড়ি যাবে কি করে তা ভাবে অস্থির। কিন্তু আত্মসম্মানবোধ সম্পন্ন গ্রামীণ মানুষটি ও তার ক্ষুধার্ত সন্তান মানুষের কাছে ছোট না হয়ে দীর্ঘপথ পায়ে হেটেই পাড়ি দেয়ার দু:সাহসী সিন্ধান্ত নেয়। এমনি একটি ভ্রমণ ঘটনা নিয়ে শিশুতোষ ছড়াটি লিখেছে মো. আলমগীর।


 বাবা আমার বাবা,

এখন কিছু খাবা?

ক্ষুধা দি‌চ্ছে থাবা,

তু‌মি কিছু কবা?


ও‌রে আমার হাবা,

সুইনগামটা চাবা,

নাই প‌কে‌টে টাকা,

মা‌নি ব্যাগটাও ফাঁকা,

তুই আর আ‌মি একা,

দেখা হ‌লো ঢাকা,


উঠ‌তে গি‌য়ে বা‌সে,

চোর যে কখন এ‌সে,

প‌কেট করল খা‌লি,

চো‌খে দেখ‌ছি বা‌লি।


কেম‌নে কি‌নি খাবার?

উপায় নাই যে যাবার!

বল্ না কিছু হাবা,

করব এখন কিবা?


হাবা অ‌নেক ভে‌বে,

ক্ষুধা দি‌লো নি‌ভে,

বলল এবার হাবা,

ভাব‌ছো কেন বাবা?

ঢাকা থে‌কে বা‌ড়ি,

হে‌টেই যে‌তে পা‌রি,

সাহস পে‌য়ে হাবার,

বুক ভ‌রে যায় বাবার।


হাবার সাহস পে‌য়ে

হে‌টে বা‌ড়ি গি‌য়ে,

বাবা ছে‌লে মি‌লে,

সব যে খেলো গি‌লে।

Post a Comment

0 Comments