বাবা আমার বাবা,
এখন কিছু খাবা?
ক্ষুধা দিচ্ছে থাবা,
তুমি কিছু কবা?
ওরে আমার হাবা,
সুইনগামটা চাবা,
নাই পকেটে টাকা,
মানি ব্যাগটাও ফাঁকা,
তুই আর আমি একা,
দেখা হলো ঢাকা,
উঠতে গিয়ে বাসে,
চোর যে কখন এসে,
পকেট করল খালি,
চোখে দেখছি বালি।
কেমনে কিনি খাবার?
উপায় নাই যে যাবার!
বল্ না কিছু হাবা,
করব এখন কিবা?
হাবা অনেক ভেবে,
ক্ষুধা দিলো নিভে,
বলল এবার হাবা,
ভাবছো কেন বাবা?
ঢাকা থেকে বাড়ি,
হেটেই যেতে পারি,
সাহস পেয়ে হাবার,
বুক ভরে যায় বাবার।
হাবার সাহস পেয়ে
হেটে বাড়ি গিয়ে,
বাবা ছেলে মিলে,
সব যে খেলো গিলে।
0 Comments